ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


21) নিন্মলিখিত কোন বছর থেকে ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কার্যকরী হয়েছে?
A) 1972
B) 1980
C) 1982
D) 1993

22) মরুভূমিতে সর্বদাই থাকে
A) পথিক
B) জল
C) বালি
D) উট

23) Chinook বলতে বাোঝায়:
A) উষ্ণ সমুদ্রের স্রোত
B) উত্তর আমেরিকায় প্রবাহিত এক ধরণের বায়ু
C) একটি শীতল সামুদ্রিক স্রোত
D) আগ্নেয়গিরি

24) Multi-purpose river valley projects are the "New temples of modern India". উপরোক্ত কথাগুলো বলেছিলেন:
A) মোতিলাল নেহেরু
B) মহাত্মা গান্ধী
C) রাজীব গান্ধী
D) জহরলাল নেহেরু

25) নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি?
A) গারো : মেঘালয়
B) খোন্দ : ওড়িশা
C) মুন্ডা : বিহার
D) টোডা : মহারাষ্ট্র

26) পৃথিবী-পৃষ্ঠের মাধ্যাকর্ষণ টানের তুলনায় চন্দ্রপৃষ্ঠের মাধ্যাকর্ষণের টান প্রায় কত?
A) অর্ধেক
B) এক-তৃতীয়াংশ
C) এক চতুর্থাংশ
D) এক-ষষ্ঠাংশ

27) কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয় ?
A) অস্ট্রেলিয়া
B) নিউজিল্যান্ড
C) সাউথ আফ্রিকা
D) ভারত

28) সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
A) পশ্চিমবঙ্গ
B) অসম
C) ওড়িশা
D) অন্ধ্রপ্রদেশ

29) নিন্মলিখিত কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় ?
A) পন্ডিচেরি
B) চন্ডিগড়
C) গোয়া
D) লাক্ষাদ্বীপ

30) চন্দ্র গ্রহণ হয় যখন:
A) যখন চন্দ্র পৃথিবী ও সুর্যের মধ্যে আসে
B) পৃথিবী সুর্য ও চন্দ্রের মধ্যে আসে
C) সুর্য পৃথিবী ও চন্দ্রের মধ্যে আসে
D) যখন সুর্য পৃথিবী ও চন্দ্র 90° কোণ তৈরি করে

31) দিয়াগো গার্সিয়া দ্বীপটি হল:
A) আরব সাগরে
B) ভারত মহাসাগরে
C) আটলান্টিক মহাসাগরে
D) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রে

32) সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলতঃ
A) বৃষ্টি-নির্ভর একফসলী চাষ করে
B) ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে
C) মাছ ধরে
D) বাঁধ নির্মাণ করে

33) যমজ শহর হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়ে আছে:
A) রণজিৎ সাগরের দ্বারা
B) হুসেন সাগরের দ্বারা
C) নিজাম সাগরের দ্বারা
D) নাগার্জুন সাগরের দ্বারা

34) ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
A) আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
B) পণ্ডিচেরী
C) লাক্ষাদ্বীপ
D) কোনটিই নয়

35) মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
A) মায়ানমার
B) শ্রীলঙ্কা
C) বাংলাদেশ
D) ভুটান

36) নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল -
A) সবিরাম আগ্নেয়গিরি
B) ঘুমন্ত আগ্নেয়গিরি
C) মৃত আগ্নেয়গিরি
D) কোনটিই নয়

37) জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর ---
A) উত্তর গোলার্ধে
B) দক্ষিণ গোলার্ধে
C) পূর্ব গোলার্ধে
D) পশ্চিম গোলার্ধে

38) বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--
A) ব্যারোমিটার
B) মিটার
C) থার্মোমিটার
D) স্পিডোমিটার

39) কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?
A) হায়দ্রাবাদকে
B) ব্যাঙ্গালোরকে
C) কলকাতাকে
D) পুনেকে

40) স্তেপ ও প্রেইরী তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় ?
A) পডজল
B) ল্যাটেরাইট
C) চারনোজেম
D) সিরোজেম